• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিমলায় কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪৩ পিএম;
ডিমলায় কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন 
ডিমলায় কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন 

নীলফামারীর ডিমলা উপজেলায় রবি ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা,গম,ভুট্টা, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ এবং মুগডাল উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।.

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডোমার-ডিমলা(নীলফামারী-১) আসনের সাংসদ আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,  এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলীসহ বিভিন্ন কর্মকর্তা।.

এ কর্মসূচির আওতায় উপজেলায় ১০ টি ইউনিয়নের ৩৩৭০ জন কৃষক কৃষি প্রনোদনার সুবিধা পাবে। এর মধ্যে ৯০০ জন কৃষক গম, ১৪৫০ জন কৃষক সরিষা, ৯০০ জন কৃষক ভুট্টা , ২০ জন কৃষক সয়াবিন, ৪০ জন কৃষক পেয়াজ,৬০ জন কৃষক মুগ চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার প্রদান করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / মোঃ সুজন ইসলাম (নীলফামারী)প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ